Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

ফরিদপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আলফাডাঙ্গা উপজেলা মধুমতি এবং চন্দনা বারাশিয়া নদী বিধৌত আলফাডাঙ্গা কৃষি এবং মৎস্য সম্পদে সমৃদ্ধ। শিক্ষা, সংস্কৃতি বিভিন্ন ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করলেও নদী ভাংগন এবং দারিদ্রের কষাঘাতে স্থানীয় জনগণের উন্নয়নের অগ্রযাত্রা প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে। অত্র উপজেলার ছয়টি ইউনিয়নের প্রতিটিতে স্থাপিত ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র জনগণের পাশে থেকে সার্বক্ষনিকভাবে তথ্য প্রযুক্তির সেবা দিয়ে এলাকার জনসাধারনের জীবন-মান উন্নয়নে প্রতিনিয়ত অবদান রেখে চলছেন। বর্তমান সরকার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালে দেশকে একটা মধ্য আয়ের দেশে রূপান্তর করতে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্রসমূহ গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে। ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের a2i প্রকল্পের আওতায় উপজেলা সকল সরকারী বিভাগ এবং ইউ আই এস সি এর উদ্যোক্তাদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। যার ফলশ্রুতিতে উপজেলা ও ইউনিয়ন ওয়েব পোর্টাল প্রস্ত্ততের কাজ সুসম্পন্ন প্রায়। আলফাডাঙ্গা উপজেলার তথ্য বাতায়ন বা উপজেলা ওয়েব পোর্টাল বিশ্বের জনগণের নিকট সহজেই পরিচিত হতে সহায়তা করবে। একই সাথে উপজেলার সর্বস্তরের জনগন পাবে তাদের কাংখিত সেবা হাতের নাগালের মধ্যে।

আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের জনসাধারনের মাধ্যমে দলমত নির্বিশেষে সকলে মিলে আসুন আমরা সুখী সমৃদ্ধ, উন্নত ও মডেল একটি উপজেলাতে রূপান্তরে একাট্টা হই। আলোকিত কল্যাণময় আলফাডাঙ্গা এই হোক আমাদের আজকের অঙ্গীকার।

                                       

                                                                                                                                              জ্যোতিশ্বর পাল

                                                                                                                                                 উপজেলা নির্বাহী অফিসার

                                                                                                                                                 আলফাডাঙ্গা, ফরিদপুর।