Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণ

যুব প্রশিক্ষন

০১। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষনঃ

প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় জেলা কার্যালয়ের মাধ্যমে বেকার যুবক ও যুব মহিলাদেরকে মর্ডান অফিস ম্যানেজমেন্ট এ্যন্ড কম্পিউটার এ্যাপলিকেশন ,পোষাক তৈরী,প্যাটার্ন মেকিং , ব্ল­ক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং,  মৎস্য চাষ, রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রিক্যল এন্ড হাউজওয়ারিং, ইলেকট্রনিক্স  এবং গবাদী পশু ,হাঁস মুরগী মৎস্যচাষ ও কৃষি  (আবাসিক) বিষয়ে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

০২। অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষনঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে গবাদী পশু ,হাঁস মুরগী পালন, মৎস্যচা্‌ষ,নার্সারি,কুটির শিল্প,বাঁশ-বেতের কাজ, নকশি কাথা, এ্যমব্রয়ডারি ইত্যাদি বিষয়ে গ্রুপ ভিত্তিক এ প্রশিক্ষন গুলো প্রদান করা হয়।