ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাধীন ২ নং গোপালপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে বিদ্যালয়টি অবস্থিত । বিদ্যালয়ের এক পাশে পাকা রাস্তা আছে । বিদ্যালয়ের একপার্শ্বে পাকা রাস্তা ও অন্যান্য পার্শ্বে বসত বাড়ী রয়েছে। বিদ্যালয়ে ১টি একতলা ভবন ও অন্য ১টি দ্বিতল ভবন আছে । বিদ্যালয়ের মোট জমির পরিমান ৩৩ শতাংশ। বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ রয়েছে। বিদ্যালয়টি ০৮জন শিক্ষক-শিক্ষিকা দ্বারা পরিচালিত এবং ০১জন দপ্তরী কাম নৈশ প্রহরী রয়েছে। বিদ্যালয়টির সামনে একটি খেলার মাঠ রয়েছে ।
গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি গ্রামের নাম অনুসারে বিদ্যালয়ের নাম করন করা হয়। অতি প্রচীন কালে অত্র এলাকায় গোপাল নামক একজন নামকরা ব্যক্তি ছিলেন। তার নাম অনুসারে গ্রামের নাম হয় গোপালপুর। গ্রামের শিক্ষানুরাগী ব্যক্তি গনের কঠোর শ্রম ও অর্থের বিনিময়ে ভবনটি তৈরী করা হয়। ১৯৬৯ সালে পশ্চিম পার্শ্বে যে ভবনটি ছিল তা অকোজা হওয়ায় সেটা পূনর্নিমানের মাধ্যমে সেখানে ১টি ১তলা ভবন ও উত্তর পার্শ্বে ১টি ২তলা পাকা ভবন রয়েছে । এছাড়াও স্কুলটির সামনে একটি খেলার মাঠ রয়েছে ।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | খান কামরুল ইসলাম | সভাপতি |
২ | খান শফিকুল ইসলাম | সহ: সভাপতি |
৩ | মো: আব্দুল মান্নান খান | দাতা সদস্য |
৪ | মোসা: রেহেনা পারভীন | মাদ্রাসা শিক্ষক |
৫ | মোসা: মমতাজ বেগম (মায়া) | বিদ্যুৎশাহী (মহিলা) |
৬ | মোসা: মনোয়ারা বেগম | ছাত্র অভিভাবক |
৭ | মোসা: ফরিদা বেগম | ছাত্র অভিভাক |
৮ | মো: মনিরুল ইসলাম (বিদ্যুৎ) | ছাত্র অভিভাবক |
৯ | মেহেরা পারভীন | শিক্ষক প্রতিনিধি |
১০ | মো: দাউদ হোসেন | প্রধান শিক্ষক-সচীব |
২০১১ সাল | ২০১২ সাল | ২০১৩ সাল | ২০১৪ সাল | ২০১৫ সাল | |||||
অংশ গ্রহণ | উর্ত্তীণ
| অংশ গ্রহণ | উর্ত্তীণ
| অংশ গ্রহণ | উর্ত্তীণ
| অংশ গ্রহণ | উর্ত্তীণ
| অংশ গ্রহণ
| উর্ত্তীণ
|
৪৬ | ৪৬ | ৪৮ | ৪৮ | ৪২ | ৪২ | ৩২ | ৩২ | ৩৩ | ৩৩ |
উপবৃত্তি : বালক-৮২ জন, বালিকা-১০৪জন, মোট-১৮৬জন।
ভর্তির হার শতভাগ, সমাপনি পরীক্ষায় ১০০% উর্ত্তীণ ।
অষ্টম শ্রেনী পর্যন্ত উন্নীতকরন,সমাপনী পরীক্ষায় ১০০% A+ অর্জন ।
মো: দাউদ হোসেন
প্রধান শিক্ষক
মোবাইল- ০১৭২৯৯৩৩৭৪২
খান কামরুল ইসলাম
সভাপতি
মোবাইল-০১৭১৮৫৮৮১৭৮
উপজেলা সদর হতে গোপালপুর স:প্রা:বিদ্যালয়ের দুরত্ব-প্রায়-৬.০০ কি:মি:। যাতায়াতের ব্যবস্থা সুগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস