বিদ্যালয়টি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাধীন ৪নং টগরবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরডাঙ্গা গ্রামে অবস্থিত।
বিদ্যালয়টি ১৯৭৮ সালে স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্দোগে নির্মিত হয়। ১৯৮২ সালে রেজিষ্টার করা হয়। পরবর্তীতে ২০০০ সালে বিদ্যালয়টি মধুমতি নদীগর্ভে বিলিন হয়ে যায়। এলাকার জনগনের উদ্যোগে ৩৩ শ: জমির উপর প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ জাতীয় করণ করা হয়।
১। মো: লুৎফর রহমান - সভাপতি
২। মোছা: শামচুন্নাহার - সহ সভাপতি
৩।মো: আমিনুর রহমান - সদস্য
৪। মো: আজগার মোল্যা - সদস্য
৫। মো: আবু তালেব মিয়া - সদস্য
৬। মোসা: নার্গীস বেগম - সদস্যা
৭। মোসা: লিলি বেগম - সদস্যা
৮। মোসা: মার্জিনা বেগম - সদস্যা
৯। মো: সোহরাফ হোসেন - সদস্য
১০। শিল্পি খানম - সদস্য
১১। সিরাজুল ইসলাম- প্র:শি/ সদস্যা সচিব
২০১০ সালে = ১০০%
২০১১ সালে = ১০০%
২০১২ সালে= ৯৫%
২০১৩ সালে = ১০০%
২০১৪ সালে = ১০০%
বর্তমানে ৭৭ টি পরিবার উপবৃত্তির সুবিধা ভোগ করিতেছে।
১। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ১০০% ভর্তি ১০০% পাশ
১। ১০০% ভর্তি, ১০০% পাশ,
২। সমাপনী পরিক্ষায় ৭৫% জিপিএ ৫ পাওয়া।
৩। ঝরে পাড়ার হার ০০% করা।
যোগাযোগ সুগম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস