একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, নৈতিকতা ও মানবিকতা শিক্ষা দানকারী রাজনীতি ও ধূমপান মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান।
আলফাডাঙ্গা ও লোহাগড়া উপজেলার শিক্ষানুরাগী স্বনামধন্য ব্যক্তিদের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৯২ সালের ১ সেপ্টেম্বর আলফাডাঙ্গা উপজেলার কামারগ্রামে ‘ আলফাডাঙ্গা আদর্শ কলেজ ’ গড়ে ওঠে। এটি আলফাডাঙ্গা উপজেলার প্রথম স্বীকৃতি প্রাপ্ত কলেজ। কলেজটি এলাকার সর্বস্তরের জনগনের অবদানে সুপ্রতিষ্ঠিত। প্রতিষ্ঠালগ্নে যাদের অগ্রনী ভূমিকা কলেজ কৃতজ্ঞ চিত্তে স্মরন করে :
* মরহুম আব্দুর রউফ মিয়া, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১
* জনাব কাজী সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১
* জনাব মুন্সী বজলার রহমান, কামারগ্রাম
* মরহুম আলহাজ্ব আব্দুর রহমান মোল্লা, কামারগ্রাম
* মরহুম বাদশা মিয়া, পানাইল
* জনাব গোলাম মোস্তফা মোল্লা, কামারগ্রাম
* জনাব খান মোমিনুল ইসলাম, গোপালপুর
* জনাব মোঃ আবুল হাসেম খান, কামারগ্রাম
* জনাব মোঃ মিজানুর রহমান, কামারগ্রাম
* জনাব মোঃ আমির হোসেন মোল্লা, কামারগ্রাম
* জনাব খান বেলায়েত হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলফাডাঙ্গা
* জনাব মোঃ শাহাবুদ্দিন শিকদার, কামারগ্রাম
আরো যাদের অবদান অনস্বীকার্য: জনাব আব্দুল লতিফ খান, জনাব হাবিবর রহমান, ডাঃ মোঃ রুহুল আমিন (টুনু মিয়া), জনাব মোঃ হানিফ মিয়া, জনাব মহিউদ্দিন আহম্মেদ, জনাব খান নওশের আলী, জনাব আব্দুল গনি খান, জনাব মোঃ তবিবর রহমান, জনাব শাহিদুর রহমান, জনাব খান আজিজুর রহমান, মুন্সী মশিয়ার রহমান (হেড মাষ্টার), জনাব আনোয়ার হোসেন খান, জনাব আব্দুল মালিক খসরু, জনাব সেকেন্দার আহম্মেদ, জনাব আব্দুল মান্নান (বীর বিক্রম), কওসার ডাক্তার, মুনসুর মেম্বর, জনাব সৈয়দ শাহজাহান আলী, জনাব ইদ্রিস হোসেন তালুকদার, জনাব গোলাম ছরোয়ার শিকদার, জনাব গোলাম কুদ্দুস, ক্যাপ্টেন নওশের আলম, জনাব শেখ কোবাদ হোসেন সহ অসংখ্য শুভানুধ্যায়ী।
কলেজ প্রতিষ্ঠার স্বার্থে সেচ্ছায় নিজ বসত ভিটা ছেড়ে দিয়েছেন : আব্দুল খালেক জমাদ্দর, সেলিমুজ্জামান, সাহেব আলী ও আলম শেখ।
বিগত সাড়ে চার বছরে যার সার্বিক তত্বাবধানে ‘ আলফাডাঙ্গা আদর্শ কলেজ ’ ফরিদপুর জেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে, তিনি হলেন ফরিদপুর-১ আসনের বর্তমান সংসদ সদস্য জনাব আব্দুর রহমান।
ইতোমধ্যে যারা কলেজ পরিচালনা পর্ষদে সভাপতি হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন :
১। জনাব মোঃ আব্দুর রউফ মিয়া, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১
২। জনাব কাজী সিরাজুল ইসলাম, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১
৩। জনাব শাহ্ মোঃ আবু জাফর, সাবেক সংসদ সদস্য, ফরিদপুর-১
৪। জনাব আব্দুর রহমান, সংসদ সদস্য, ফরিদপুর-১
৫। জনাব খান বেলায়েত হোসেন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলফাডাঙ্গা। (বর্তমান সভাপতি)
* * * * *
ক্রমিক নং | নাম | পদমর্যাদা |
১ | জনাব খান বেলায়েত হোসেন চেয়ারম্যান, উপজেলা পরিষদ, আলফাডাঙ্গা | সভাপতি |
২ | জনাব মোঃ নূরুল ইসলাম | প্রতিষ্ঠাতা সদস্য |
৩ | জনাব মাহবুব আলম | হিতৈষী সদস্য |
৪ | জনাব এম সোহেল আহমেদ | বিদ্যোৎসাহী সদস্য |
৫ | জনাব মোঃ মনিয়ার রহমান | বিদ্যোৎসাহী সদস্য |
৬ | জনাব শেখ মোক্তার হোসেন | বিদ্যোৎসাহী সদস্য |
৭ | জনাব মোঃ সেলিম মিয়া | অভিবাবক প্রতিনিধি |
৮ | জনাব মোঃ মশিয়ার রহমান | অভিবাবক প্রতিনিধি |
৯ | জনাব মোঃ নবাব খান | অভিবাবক প্রতিনিধি |
১০ | জনাব মোঃ আব্দুস সালাম মোল্লা | শিক্ষক প্রতিনিধি |
১১ | জনাব মোঃ মোজাফফর হোসেন | শিক্ষক প্রতিনিধি |
১২ | জনাব এস, এম, নুরুল ইসলাম | শিক্ষক প্রতিনিধি |
১৩ | জনাব ডাঃ এসমোতারা | কো-অপ্ট সদস্য |
১৪ | জনাব মোঃ মোরশেদুর রহমান | সদস্য সচিব |
* * * * *
পরীক্ষা | পাশের হার | ||||
২০০৮ | ২০০৯ | ২০১০ | ২০১১ | ২০১২ | |
উচ্চ মাধ্যমিক | ৮৪% | ৪০% | ৭৮% | ৫৬% | ৭৯% |
উচ্চ মাধ্যমিক (বি,এম) |
|
|
|
|
|
স্নাতক | ৪৮% | ৬৫% | ৮৫% | ৭৬% |
|
* * * * *
প্রতি বছর কলেজের নিজস্ব তহবিল থেকে মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
* * * * *
নারী শিক্ষায় পশ্চাদপদ এ অঞ্চলে কলেজটি প্রতিষ্ঠার কারনে বর্তমানে নারী শিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে। যে সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অর্থ অভাবে দূরের কলেজে ভর্তি হওয়া সম্ভব ছিল না তারাও আজ এই কলেজটির কল্যানে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে। প্রতি বছর এ কলেজ থেকে পাস করা মেধাবী ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রতিথযশা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাচ্ছে। এ কলেজ থেকে পাশ করা ছাত্রছাত্রীরা ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষক সহ বি,সি,এস পাস করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ন পদে অধিষ্ঠিত। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলেজের রয়েছে ধারাবাহিক সফলতা।
* * * * *
স্নাতক শ্রেনিতে বর্তমানে অনুমোদিত বি.এ, বি.এস.এস ও বি.বি.এস কোর্সের পাশাপাশি বি.এস.সি কোর্স এবং পর্যায়ক্রমে অনার্স ও মাষ্টার্স কোর্স খোলার পরিকল্পনা রয়েছে। কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও গ্রন্থাগার সম্প্রসারন সহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ‘অন-লাইন হোম টিউটোরিয়াল’ পরিকল্পনা রয়েছে। ২০২১ সাল নাগাদ একশত ভাগ পাস এর আওতায় এনে শিক্ষা ও সংস্কৃতিতে জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কলেজটি এগিয়ে চলছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কলেজটির পরিকল্পনা বাস্তবায়নাধীন।
* * * * *
Alfadanga Adarsha College
Kamargram, Alfadanga
Faridpur-7870.
Phone : +880632256105
Cell : +8801715796162
E-mail : alfadanga_adarsha_college@yahoo.com
* * * * *
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস