বাজড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি আলফাডাঙ্গা উপজেলা সদর থেকে ৮ কি:মি: দুরে ২ নং গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে অবস্থিত। দ্বিতল ভবন বিশিষ্ট বিদ্যালয়টির সম্মুখে রয়েছে একটি খেলার মাঠ। ছায়া ঢাকা,পাখি ডাকা একটি সুন্দর মনোরম পরিবেশে বর্তমানে বিদ্যালয়টি তার পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিদ্যালয় সংলগ্ন একটি পাকা রাস্তা রয়েছে যার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সহজেই বিদ্যালয়ে আসতে পারে।
১৯৭৩ সালের আগে এই গ্রামে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। ফলে দীর্ঘদিন ধরে এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছিল। তাই শিক্ষার গুরুত্ব অনুধাবন করে এ গ্রামেরই বীরমুক্তিযোদ্ধা শেখ সোলায়মান,মো: আবু সাইদ মিয়া,মোয়াজ্জেম শিকদার ও আশরাফুজ্জামান সহ গ্রামের আরো কয়েকজন শিক্ষানুরাগীদের নিয়ে ১৯৭৩ সালে বাজড়া গ্রামে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিন পরেই বিদ্যালয়টি জাতীয়করন হয়।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | আবু সাইদ মিয়া | সভাপতি |
২ | মহাসিনা জামান মৌ | সহ:সভাপতি |
৩ | মো: সেলিমুজ্জামান | সদস্য |
৪ | মো: বরকত শেখ | সদস্য |
৫ | মো: ফরিদুর রহমান সবুজ | সদস্য |
৬ | মো: ওবায়দুর রহমান | ইউপি সদস্য |
৭ | মো: জাকির হোসেন | মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক |
৮ | জাহেদা পারভীন | মহিলা সদস্য |
৯ | শারমিন সুলতানা পলি | মহিলা সদস্য |
১০ | রাশিদা খানম | সহকারী শিক্ষক |
১১ | উর্মিলা রানী বিশ্বাস | প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও সদস্য সচিব |
বছর/সাল | মোট | পাশের হার | A+ | বৃত্তি | ||
ছাত্র | ছাত্রী | ট্যালেন্টপুল | সাধারণ | |||
২০১১ | ৪১ | ৪১ | ১০০% | ৬ | ১ | ২ |
২০১২ | ৬৩ | ৬০ | ৯৫% | ১৭ | ২ | ২ |
২০১৩ | ৪২ | ৪২ | ১০০% | ১০ | ২ | ২ |
২০১৪ | ৪৫ | ৪৫ | ১০০% | ১৩ | ৫ | - |
২০১৫ | ৪৬ | ৪৬ | ১০০% | ১৭ | ৮ | ৩ |
বিগত ১০ বছর যাবদ বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জন করে বর্তমান আলফাডাঙ্গা উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
সমাপনী পরীক্ষায় সকল শিক্ষার্থীদেরকে জি.পি.এ-৫ অর্জন ও বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা ।
উর্ম্মিলা রানী বিশ্বাস
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
বাজড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়
আলফাডাঙ্গা,ফরিদপুর।
মোবাইল- ০১৭২১-০১৫০৭৫
উপজেলা সদর থেকে ৮ কি:মি: দুরে উক্ত বিদ্যালয়টি অবস্থিত। যাতায়াত ব্যবস্থা সুগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস