এ প্রতিষ্ঠান টি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাধীন ০২ নং গোপালপুরইউনিয়নের চান্দ্রা গ্রামে অবস্থিত। উপজেলা কয়েকটি অন্যতম বিদ্যালয়ের মধ্যেঅবকাঠামো, ছাত্র-ছাত্রীর উপস্থিতি এবং পাশের হারের প্রতি দৃষ্টি রেখে বলাযায় এটি একটি অন্যতম বিদ্যালয়। এ বিদ্যালয়টির বর্তমান গ্রেড-A ।
বিশিষ্ট বীর শহীদ মুক্তিযোদ্ধা শহীদশওকতের নাম অনুসারে এই বিদ্যালয় টির নাম করণ করা হয়। শহীদ পরিবারের সুনজর ওস্থানীয় সুধীজনের আগ্রহ,উৎসাহে এবং শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রমে আজ এইবিদ্যালয়টি উপজেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত।
ক্রমিক নং | নাম | পদবী |
১। | জনাব, এম,এ সোবহান | সভাপতি ও দাতা সদস্য |
২। | জনাব, মো: শাহাদাৎ হোসেন | সহ সভাপতি ও ওয়ার্ড সদস্য |
৩। | রিনা বেগম | বিদ্যুৎসাহী (মহিলা) |
৪। | মতিউর রহমান | বিদ্যুৎসাহী (পুরুষ) |
৫। | রাবেয়া বেগম | অভিভাবক সদস্য (মহিলা) |
৬। | মো: সাত্তার খন্দকার | অভিভাবক সদস্য(পুরুষ) |
৭। | মো: নজরুল ইসলাম | উচ্চ বিদ্যালয় শিক্ষক |
৮। | সিরাজুল হক সর্দার | অভিভাবক সদস্য (পুরুষ) |
৯। | শিরিনা বেগম | অভিভাবক সদস্য (মহিলা) |
১০। | শামিমা নাসরিন | শিক্ষা প্রতিনিধী |
১১। | মো: আবুল কালাম আজাদ | সদস্য সচিব |
২০১১ সাল | ২০১২ সাল | ২০১৩ সাল | ২০১৪ সাল | ২০১৫ সাল | |||||
অংশ গ্রহন | উর্ত্তীণ | অংশ গ্রহন | উর্ত্তীণ | অংশ গ্রহন | উর্ত্তীণ | অংশ গ্রহন | উর্ত্তীণ | অংশ গ্রহন | উর্ত্তীণ |
২১ | ২১% | ২৩ | ২৩% | ২৩ | ২৩% | ৩২ | ৩২% | ২৪ | ২৪% |
চালু হয় নাই।
ভর্তিহার শতভাগ। সমাপনী পরীক্ষায় ১০০% উর্ত্তীন। এ+ এবং টেলেন্টপুলে বৃত্তি।
অষ্টম শ্রেণীতে উন্নতীকরণ এবং দেশে একটি মডেল প্রাথমিক বিদ্যালয় হিসাবে পরিচিতকরণ।
জনাব, এম,এ সোবহান
সভাপতি
৪০নং চান্দ্রা শহীদ শওকত স্মরনী সরকারী প্রাথমিক বিদ্যালয়
আলফাডাঙ্গা,ফরিদপুর।
মোবাইল- ০১৭৩২৩৭৯৫৫৮
জনাব, শামিমা নাসরিন
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
৪০নং চান্দ্রা শহীদ শওকত স্মরনী সরকারী প্রাথমিক বিদ্যালয়
আলফাডাঙ্গা,ফরিদপুর।
মোবাইল- ০১৭১৭৩৫৯৯১০।
উপজেলা সদর থেকে ৪.৫ কি:মি: দুরত্বে বিদ্যালয়টি অবস্থিত। যাতায়াত ব্যবস্থা সুগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস