বিদ্যালয়টি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়নের চাপুলিয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয় থেকে উপজেলা সদর দূরুত্ব ৮ কি: মি:।
গ্রামের কতিপয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উদ্যোগী হয়ে ১৯৬৮ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। পবরর্তীতে ১৯৮৩ সালে জাতীয়করন হয় ।
১। শরীফ নায়েব আলী - সভাপতি
২। পান্না বেগম - সহসভাপতি
৩। মো: আকমাল মোল্যা - সদস্য
৪। মো:রিপন ফকির - সদস্য
৫। মো: তজিবর ফকির - সদস্য
৬। ফকির আবুল কালাম আজাদ- সদস্য
৭। মো: লিয়াকত খান - সদস্য
৮। তানজিলা বেগম - সদস্যা
৯। মাহামুদা খানম - সদস্যা
১০। রোকসানা ইয়াছমিন- সদস্যা
১১। খায়রুল ইসলাম - প্র:শি:/ সদস্য সচিব।
২০১০ সালে ১০০%
২০১১ সালে ১০০%
২০১২ সালে ১০০%
২০১৩ সালে ৯৭%
২০১৪ সালে ১০০%
বর্তমানে ১৭১টি পরিবার উপবৃত্তির সুবিধা ভোগ করিতেছে।
বিদ্যালয়টি এ-গ্রেডে উন্নিত হয়েছে। ১০০% ভর্তি নিশ্চত হয়েছে। সমাপনি পরিক্ষায় পাশের হার ১০০% নিশ্চিত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল আসরে ইউনিয়ন পর্যায়ে প্রথম হওয়ার পাশাপশি উপজেলা পর্যায়ে রানার্সআপ হওয়ার গৌরব অর্জিত হয়েছে।
শিক্ষার গুনগত মান বৃদ্ধিকরা , পাশের হার ১০০% ধরে রাখা, ঝরে পড়ার হার ০০% করা।
যোগাযোগ ব্যবস্থা সুগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস