ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলাধীন ০২ নং গোপালপুর ইউনিয়নের অন্তর্গত কুচিয়াগ্রামে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টিতে একটি পাঁকা এবং ২টি আধা পাঁকা ভবন রয়েছে। বিদ্যালয়টির মোট জমির পরিমান ৪৫ শতাংশ। বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ এবং একটি মসজিদ রয়েছে।
অত্র এলাকায় কোন বিদ্যালয় না থাকায় এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব ওলিয়ার রহমান নিজে উদ্যোগী হয়ে এবং নিজের দান করা জমিতে বিদ্যালয়টি স্থাপন করেন।
ক্রমিক নং | নাম | পদবী |
১ | রুপালী বেগম | সভাপতি |
২ | নুর ইসলাম | সহ-সভাপতি |
৩ | আলমগীর হোসেন | জমিদাতা |
৪ | মো: আব্বাস উদ্দিন | ইউপি সদস্য |
৫ | বাকিয়ার রহমান | বিদ্যুৎসাহী |
৬ | পারভীন বেগম | বিদ্যুৎসাহী |
৭ | রিনা বেগম | অভিভাবক সদস্য |
৮ | মাহফুজা ইসলাম | অভিভাবক সদস্য |
৯ | সাহাবুদ্দিন মিয়া | অভিভাবক সদস্য |
১০ | সালমা পারভীন | সহ শিক্ষক প্রতিনিধী |
১১ | মো: আতিয়ার রহমান(প্রা:শি:) | সদস্য সচিব |
২০১০ | ১০০% পাশ |
২০১১ | ১০০% পাশ |
২০১২ | ১০০% পাশ |
২০১৩ | ১০০% পাশ |
২০১৪ | ১০০% পাশ |
উপবৃত্তিধারী ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০৮জন।
শিক্ষার গনগত মান বৃদ্ধি করা,নিরক্ষরতা দূরীকরণ হয়েছে এবং ১০০% ভর্তি নিশ্চিত করা হয়েছে ।
শিক্ষার সার্বিক উন্নয়ন, লেখাপড়ার মান উন্নয়ন করে মডেল প্রাথমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা করা ।
মো: আতিয়ার রহমান
প্রধান শিক্ষক
৯ নং কুচিয়াগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়
আলফাডাঙ্গা,ফরিদপুর।
মোবাইল-০১৮২৬-৪৩৪৬৪৬
উপজেলা থেকে অত্র বিদ্যালয়টির দুরত্ব ৫.০০ কি:মি:। যাতায়াত ব্যবস্থা সুগম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস