তিতুরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার তিতুকান্দি গ্রামের উত্তর দিকে অবস্থিত।
পূর্বে এখানে কোন স্কুল ছিলনা এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ উদ্যোগনিয়া ১৯৩৪ সালে ২০নং তিতুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি চালু করে।
১। মো: মসিউর রহমান - সভাপতি
২। আ: মান্নান তালুকদার - সহসভাপতি
৩। মোছা: কহিনুর বেগম - সদস্যা
৪। বিউটি বেগম - সদস্যা
৫। মো: ইবাদত শিকদার - সদস্য
৬।মো: রফিক শিকদার - সদস্য
৭। মো: কামাল হোসেন - সদস্য
৮। সুধা রানী সরকার- সদস্যা
৯। চম্পা রানী বিশ্বাস - সদস্যা
১০। মো: রওশন আলী - সদস্য
১১। সবিতা রানী কুন্ড- প্র:শি/ সদস্য সচিব।
২০১০ সালে ৯৬%
২০১১ সালে ১০০%
২০১২ সালে ৬১%
২০১৩ সালে ১০০%
২০১৪ সালে ১০০%
বর্তামানে ৬৬ টি পরিবার উপবৃত্তির সুবিধা ভোগ করিতেছে।
ভর্তির হার ১০০%
সমাপনী পরিক্ষায় শতভাগ জিপিএ ৫ অর্জন করা
যোগাযোগ ব্যবস্থা সুগম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস