বিদ্যালয়টি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৪নং টগরবন্দ ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরডাঙ্গা গ্রামে অবস্থিত। বিদ্যালয় থেকে উপজেলার দূরত্ব ১০ কি:মি:।
বিদ্যালয়টি ১৯৩৯ সালে স্থানীয় জনগনের উদ্যোগে নির্মিত হয়। ১৯৭৩ সালে জাতীয় করন করা হয়। পরবর্তীতে ১৯৮০ সালে বিদ্যালয়টি মধুমতি নদীর গর্ভে বিলীন হয়ে যায় এবং এলাকার জনগনের উদ্যোগে ১.২০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত হয়।যার জমির খতিয়ান নং ২, দাগ নং ৫৩৩। সর্ম্পন জমি বিদ্যালয়ের নাম রেকর্ড ভু্ক্ত আছে।
বিদ্যালয়টিতে একটি আধাপাকা ভবন আছে যা ১৯৯২ সালে নির্মিত হয় এবং জরাজীর্ন অবস্থায় পরিনত হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট একটি ভবন ২০০৪/২০০৫ সালে নির্মিত হয়। বিদ্যালয়ে একটি খেলার মাঠ আছে।
১। মো: সিরাজুল ইসলাম - সভাপতি
২। মো: গাজী ওমর ফারুক - সহসভাপতি
৩। আ: রাজ্জাক মোল্যা - সদস্য
৪। মো: ইলিয়াস হোসেন - সদস্য
৫। চায়না রানী সাহা- সদস্যা
৬। ইলা বেগম - সদস্যা
৭। ডালিয়া বেগম - সদস্যা
৮। মিতা বেগম - সদস্যা
৯। নার্গিস বেগম - সদস্যা
১০। শিলা খানম - সদস্যা
১১। মো: লুৎফর রহমান- প্র:শি/সদস্য সচিব
২০১০ সালে ১০০%
২০১১ সালে ১০০%
২০১২ সালে ১০০%
২০১৩ সালে ১০০%
২০১৪ সালে ১০০%
বর্তমানে ১২৬ টি পরিবার উপবৃত্তির সুবিদা ভোগ করিতেছে।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন , ১০০% ভর্তি , ১০০% পাশ ,ছাত্র/ছাত্রী বৃত্তিপ্রাপ্ত অন্যান্য কর্মসূচী সন্তোর্ষ জনক।
১০০% পাশ, ১০০% ভর্তি , ঝরে পড়ার হার ০০% করা।
যোগাযোগ ব্যবস্থা সুগম
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস