Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাঁকাইল এতিমখানা ও মাদ্রাসা

  • সংক্ষিপ্ত বর্ণনা
  • প্রতিষ্ঠাকাল
  • ইতিহাস
  • প্রধান শিক্ষক/ অধ্যক্ষ
  • অন্যান্য শিক্ষকদের তালিকা
  • ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণীভিত্তিক)
  • পাশের হার
  • বর্তমান পরিচালনা কমিটির তথ্য
  • বিগত ৫ বছরের সমাপনী/পাবলিক পরীক্ষার ফলাফল
  • শিক্ষাবৃত্ত তথ্যসমুহ
  • অর্জন
  • ভবিষৎ পরিকল্পনা
  • ফটোগ্যালারী
  • যোগাযোগ
  • মেধাবী ছাত্রবৃন্দ

সংক্ষিপ্ত বর্ণনা

প্রধান পরিচালক জনাব হাফেজ মো: ইদ্রিস মোহতামিমের সুনিপুন দক্ষতা অন্যান্য সকল শিক্ষক ও ছাত্রদের মাঝে এক মমতাময় পরিবেশে পবিত্র কোরআন শরীফ হেফজ করানো হয়। ঐতিহ্যবাহী বাকাইল এতিমখানা ও মাদ্রাসাটি সুযোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা ছাত্রদের শিক্ষা প্রদান করা হয়। নূরানী বিভাগ-এ জনাব ক্বারী ইলিয়াস এর সুললিত তেলওয়াত অত্র এলাকায় মুসল্লীদের রূহের শান্তি মর্মে প্রতিষ্ঠিত, তিনার মাধ্যমেই নূরানী বিভাগকে আলোকিত করা হয়েছে। জনাব ক্বারী শোয়াইব ছাহেব পবিত্র কোরআন শরীফের নজরানা শাখার প্রধান হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন। বিনয়ী নম্র ও মিষ্টভাষী হিসেবে অভিভাবক মন্ডলীর নিকট যিনি সম্মানিত। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুযোগ্য উম্মত ক্বারী শোয়াইব ছাহেব ছহীভাবে কোরআন শিক্ষা দানে অত্যন্ত যত্নশীল। ছাত্রদের ছুন্নাতি জিন্দেগী তথা জীবন-যাপন শিক্ষায় বদ্ধপরিকর।জনাব হাফেজ হেলাল উদ্দিন ছাহেব হেফজ বিভাগের দায়িত্বে আছেন। অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী হাফেজ হেলাল ছাহেব বাকাইল মাদ্রাসার এক আদর্শ শিক্ষক হিসেবে এলাকায় বিশেষভাবে পরিচিত। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরেকজন সুযোগ্য উম্মত হাফেজ হেলালের তত্তাবধানে অসংখ্য ছাত্র, আসমান -জমিনের শ্রেষ্ঠ সম্পদ পবিত্র মহা গ্রন্থ কোরআন শরীফের হাফেজ হয়ে দেশের বিভিন্ন এলাকায় কোরআনী খেদমতে আত্মনিয়োগ করেছে।আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ও রাসূলুহু।

'ছুবহানাল্লাহি ওয়া বিহামদিহী, ছুবহানাল্লাহিল আযীম, ওয়া বিহামদিহী আস্তাগফিরুল্লাহ্

         ‌‌'জাঝাল্লাহু আন্না মুহাম্মাদান মা-হুয়াআহলূহু'

    আল্লাহুম্মা ছল্লিয়ালা ছয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবীনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি অবারিক ওয়াসাল্লাম।